🦠 আবার বাড়ছে করোনা সংক্রমণ — অবহেলা নয়, এবার প্রয়োজন আরও বেশি সচেতনতা!
বাংলাদেশে আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
এবার ফিরে এসেছে আরও চুপিচুপি, ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।
⭕ আগের মতোই লক্ষণগুলো নীরবে শুরু হয়—
• হালকা জ্বর বা শরীর গরম লাগা
• গলা ব্যথা বা গলায় খুশখুশে কাশি
• শুকনো কাশি
• দুর্বলতা, ক্লান্তি
• কখনো শ্বাসকষ্ট বা বুকে চাপ
• স্বাদ বা গন্ধ হারিয়ে যাওয়া
এই উপসর্গগুলো অবহেলা না করে দ্রুত সতর্ক হোন। সময়মতো এক্স-রে বা প্রয়োজনীয় পরীক্ষা করান।
এখনই করণীয়—
✔ বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন
✔ হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন
✔ জনসমাগম এড়িয়ে চলুন
✔ নিয়মিত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন
✔ উপসর্গ থাকলে বিশ্রাম নিন ও চিকিৎসকের পরামর্শ নিন
🦠🦠🦠🦠